img

দীর্ঘ আট বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে দেশে ফিরেই সরাসরি বিএনপির প্রয়াত চেয়ারপারসন শহীদ বেগম খালেদা জিয়া ও শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারতে ছুটে গেলেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান।

সোমবার দুপুরে খোমেনী ইহসান জাপান থেকে সপরিবারে দেশে পৌঁছান। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা সংবর্ধনা জানান। এরপর নেতাকর্মীদের নিয়ে খোমেনী ইহসান বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবর জিয়ারত করেন। 

পরে বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শহীদ খালেদা জিয়া ও শহীদ শরীফ ওসমান বিন হাদীর জন্য জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন।

খোমেনী ইহসান বলেন, ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ায় শহীদ খালেদা জিয়া ও শহীদ শরীফ ওসমান বিন হাদিকে জীবন দিতে হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের ঈমানদার জনগণ এ দুই শহীদের আত্মদানকে কেয়ামত পর্যন্ত মনে রাখবে। পাশাপাশি জনগণই তাদের হত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করবে।

খোমেনী ইহসান বলেন, আমি আট বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে এসেছি দলমত নির্বিশেষে সব মুসলমানকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে একটি শক্তিশালী মুসলিম রিপাবলিক হিসেবে গড়ে ওঠার রাজনীতি করতে। আমাদের দল জাতীয় বিপ্লবী পরিষদ মুসলিম জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে এ রাজনীতি গড়ে তুলবে। এজন্য আমরা জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে দোয়া ও সহযোগিতা চাইবো।

দোয়া মাহফিল শেষে খোমেনী ইহসান নেতাকর্মীদের নিয়ে রাজধানীর জিয়া উদ্যান মসজিদে গিয়ে মাগরিব আদায় করেন। পরে তারা শহীদ জিয়াউর রহমান ও শহীদ খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ করেন।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম ও গালীব ইহসান, সদস্য সাইদুল ইসলাম, বিপ্লব, আব্দুল্লাহ তাহের, রাজু আহমেদ সদর, হাবিবুল্লাহ মারজান, কাউসার আহমেদ, বায়জিদ, শফিকুর রহমান, বায়জিদ বোস্তামি, বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন, সহকারী সদস্য সচিব আরিফুল ইসলাম, জিহাদী ইহসান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার আহ্বায়ক মো. রাকিব মন্ডল, সদস্য সচিব মো. জিনাত হোসাইন, সিনিয়র সহকারী সদস্য সচিব শরিফ খান, আব্দুল্লাহ আল সোহাগ, যুগ্ম আহ্বায়ক সালমান ফারসি, কাজী হাসিব, সদস্য রেদওয়ার মাহি, সিফাত, নাফিস, আসিফ, মাহফুজুর রহমান, শাফিউল ইসলাম, আরাফাত রহমান, শোয়াইব আহমেদ, শামসুল আলম, আল আমিন শেখ প্রমুখ।

জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আবদুস সালাম জানান, আগামী বুধবার খোমেনী ইহসান এক সংবাদ সম্মেলনে মিলিত হবেন। ওইদিন তিনি দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরবেন

এই বিভাগের আরও খবর